কলা’পাড়া-পটুয়াখালী:
কলাপাড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে কর্মরত রনি হাওলাদার (২৫) নামে এক আনসার সদস্য ডাকাতের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন। রনির গলায় আঘাত লাগে। মঙ্গলবার রাত আটটার দিকে লতা-চাপলি ইউনিয়নের আমখোলা – পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় ও তার সহকর্মীরা রনি হাওলাদারকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রনি ঝালকাঠি জেলার নল ছিটি উপজেলার দীপ পাশা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। তিনি লতাচাপলী ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে কর্মরত আনসার সদস্য।
জানা গেছে, রাত ৮টার দিকে কুয়াকাটা একটি এটিএম বুথ থেকে বেতন সংগ্রহ করে ভ্যানে করে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে যাচ্ছিলেন রনি। তিনি আমখোলাপাড়া এলাকায় পৌঁছালে রাস্তা খারাপ থাকায় ভ্যান থেকে নেমে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন। এসময় ওপাশ থেকে আসা মোটরসাইকেলে থাকা এক যুবক তার মোবাইল ফোন চুরির চেষ্টা করে। মোটরসাইকেলে চার যুবক ছিল। তিনি বাধা দিতে গেলে ডাকাতরা তার গলায় ও বুকে ছুরিকাঘাত করে। তার ঘাড়ের ডান পাশে ও বুকের বাম পাশে মারাত্মক জখম হয়। মোবাইল ফোন ও মানি ব্যাগ নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রনি নামে এক আনসার সদস্যকে ছুরিকাঘাত করে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। তিনি হামলাকারীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।