বিনোদন :

মুখে সোনার চামচ নিয়ে জন্মেছিলেন তিনি। তিনি আরিয়ান খান, বিশ্বের অন্যতম ধনী অভিনেতা শাহরুখ খানের ছেলে। তিনি ভারতের সবচেয়ে দামি বাড়ি মান্নাত-এ বড় হয়েছেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা। কিন্তু সেই রাজকীয় চিত্র রাতারাতি বদলে গেল। গত শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী এক নারীর ড্রাগ পার্টিতে যোগ দিলে বলিউড বাদশার বড় ছেলের জীবন ঘুরে যায়। বিলাসবহুল বাড়ি থেকে সরাসরি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার। আপাতত সেই বদ্ধ ঘরেই দিন কাটে তার। এনসিবি জানিয়েছে, তদন্তে সাহায্য করছে শাহরুখের ছেলে।

সব প্রশ্নের উত্তর। তিনি যা করছেন তার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন। তারকা সন্তান হলেও আরিয়ানকে আর পাঁচ আসামির মতো জেলে রাখা হয়েছে। কিন্তু তাকে কি খেতে দেওয়া হয়? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখ খানের ছেলে হিসেবে আরিয়ানের জন্য বিশেষ কোনো আয়োজন নেই। তাকে এনসিবি-র মেসে তৈরি সাধারণ খাবার দেওয়া হচ্ছে। বাড়ি থেকে খাবার আনতে আদালতের বিশেষ অনুমতি লাগে। তাই অভিযুক্ত বাকিদের সঙ্গে সাধারণ খাবার খাচ্ছে আরিয়ান। এরই মধ্যে নিজের হাতে এনসিবিকে চার পৃষ্ঠার বিবৃতি লিখেছেন আরিয়ান। তিনি 7 অক্টোবর পর্যন্ত NCB হেফাজতে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *