মাহি তাকে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আবার বিয়ে করছেন অভিনেত্রী মাহিয়া মাহি- মিডিয়ার গুঞ্জন এখন বাস্তবে রূপ নিয়েছে। গভীর রাতে গুঞ্জনের বাস্তবতা প্রকাশ করলেন অভিনেত্রী নিজেই। অবশেষে সেই চমক নিয়ে হাজির হলেন অভিনেত্রী মাহি। ফেসবুকে ছবি প্রকাশ করে দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন তিনি। রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে অর্থাৎ ১৩ সেপ্টেম্বর (সোমবার) ফেসবুকে নিজের বিয়ের ছবি প্রকাশ করেন মাহি।
যেখানে দেখা যায় বিয়ের মঞ্চে ব্যবসায়ী বর কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছেন কনে মাহি। বিয়ের সনদে স্বাক্ষর নেওয়া হচ্ছে অভিনেত্রীর কাছ থেকে। বিয়ের বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে মাহি জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ছবির ক্যাপশনে আলহামদুলিল্লাহ মাহি লিখেছেন। আজ 13/09/21 দুপুর 12:05 টায় আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে সবকিছুই ছিল গুজব। একটাই অনুরোধ সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এর আগে, তিনি 11 জুন তার ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। মাহি একটি লাল কাতান শাড়িতে নববধূর মতো পোশাক পরেছিলেন মেহেন্দি রাঙা হাতে এবং তার নাকে একটি ছোট লাল টিপ। মাহির ছবি এবং ক্যাপশন তার ভক্তদের পাগল করে তুলেছে। কারণ ওই পোস্টে তার বিয়ের কথা বলা হয়েছে। তবে রাকিবের সঙ্গে বিয়ের বিষয়টি ওই ছবির কমেন্ট বক্সে স্পষ্ট।
সেখানে রাকিব কমেন্ট করে কে আপনি? জবাবে স্ত্রীকে লেখেন মাহি। পরে মাহির ফেসবুক স্ট্যাটাসগুলো আরও রোমান্টিক হয়ে ওঠে। 14 জুন মিসিং ইউ লিখেছিলেন। 18 জুন তিনি লিখেছেন, “আমি সারা বিশ্ব ভ্রমণ করেছি, সুখ আমার বারান্দায় ছিল।” তারপর লিখেছেন- এমন কেউ থাকুক যে তোমাকে ছেড়ে যাবে না। তিনি লিখেছেন, আমি দেখেছি 12 বছরের সম্পর্ক ভেঙে যায় এবং 12 দিনের সম্পর্ক চিরকাল স্থায়ী হয়। এখানেই শেষ নয়। জুনের শেষ সপ্তাহে ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখেছেন মাহি।
আলহামদুলিল্লাহ আবারও একই ভাবে লিখলাম ২০১৩ সালের ৬ আগস্ট। রাকিবও তার স্ট্যাটাসের কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখেছেন। ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। তবে শুরু থেকেই তাদের দাম্পত্য জীবনে ঝগড়ার গুঞ্জন থাকলেও সেসব গুজব উড়িয়ে দেন অভিনেত্রী।
22 মে রাতে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটে, তিনি তার স্বামীর সাথে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করেন। মাহি লেখেন, এই পৃথিবীর সেরা মানুষটির সঙ্গে থাকতে না পারাটাই বড় ব্যর্থতা। কিছুদিন পর আবারও মাহির বিয়ের গুঞ্জন শুরু হয়। মাহি তা অস্বীকার করলেও গুঞ্জন পিছপা হন না। এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা গুজবকে আরও জোরদার করেছে।