পটুয়াখালী :-

পটুয়াখালী নগরীর নিউমার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ৭০টি দোকান পুড়ে গেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাতে আগুনের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করছে বিদ্যুৎ বিভাগ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুদি দোকান, কসমেটিকস, কৃষি পণ্যের দোকান, মাছ-মাংসের দোকানসহ প্রায় ৭০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও কিছু জায়গা আছে যেখানে ধোঁয়া উঠছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনতাজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং আমতলী ও বাকেরগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুনের কারণ তদন্তের অধীনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *