স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের তরুণরা। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ বি দলকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১৮১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ম্যাচের শুরুতেই ব্যাট করতে নামে বাংলাদেশ।

তবে ব্যাট হাতে কাজে লাগাতে পারেননি দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা। ভারত অনূর্ধ্ব-১৯ বি দল বাংলাদেশের ৭ উইকেট তুলে নেয় মাত্র ১১৫ রান। এ সময় স্বাগতিকরা খুবই স্বস্তিতে ছিল। তবে ৯৪ রানের জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আইচ মোল্লা। আশিকুর ৫৮ বলে ৫০ রান করে আউট হওয়ার পর সেঞ্চুরির পথে ছিলেন আইচ। কিন্তু ৭ রানে ব্যর্থ আইচ।

তিনি 91 বলে 10 চার ও 2 ছক্কায় 93 রান করেন। 41.4 ওভারে 234 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের জবাবে ব্যাট করতে নামতে পারেনি স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। বাংলাদেশি স্পিনার নাঈমুর রহমানের ঘূর্ণিতে মাত্র ৫৩ রানে অলআউট হয়ে যায় প্রতিপক্ষ। ভারতের হয়ে উদয় সাহারান ৩৮ বলে ২৬ রান করেন। এদিকে বাংলাদেশের পক্ষে স্পিনার নাইমুর রহমান নয়ন ৬ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *