ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার কল্যাণে শত শত নারী নেত্রী গড়ে উঠছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নারীদের যত্ন নেন। তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মহিলাদের আসন সংখ্যার হিসাব রাখেন। নারী শিক্ষায় জোয়ারের মতো আসছে। নারী উন্নয়নে চলছে নানা উদ্যোগ। আর্থিক স্বচ্ছতা থাকলে নারীর প্রতি বঞ্চনা কমবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (১৮ ডিসেম্বর) বিবর্তিত মহিলা কংগ্রেসের সপ্তম জাতীয় সম্মেলনে কার্যত অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, শেখ হাসিনার কল্যাণে শত শত নারী নেত্রী গড়ে উঠছে। অনেক নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপ-জেলায় মহিলারা ভাইস চেয়ারম্যান হচ্ছেন। চাকরি ও পেশায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ। বিভিন্ন বৈশ্বিক ফোরামের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উচ্চ আসনে বসে এটা করো আর করো। এটা দেশে হয়। এসব আমরা মানি না। কেউ খাটো হলে প্রতিহত করব। কেউ আমাদের নিচে কথা বললে গ্রহণ করবেন না। আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। দেশে নারী বিষয়ক মন্ত্রণালয় আছে, তারা নারী উন্নয়নে কাজ করছে।

সরকারি বিভিন্ন প্রকল্পে নারীদের অগ্রাধিকার দেওয়া হয় উল্লেখ করে এম এ মান্নান বলেন, নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। প্রতিটি প্রকল্পে নারীরা নানাভাবে উপকৃত হন। আমরা বিভিন্ন সেক্টরের মাধ্যমে নারীদের এগিয়ে আনার চেষ্টা করি। হ্যাঙ্গার প্রকল্পের পরিচালক নাসিমা আক্তার জলি বলেন, হ্যাঙ্গার প্রকল্পের কার্যক্রমের ৩০ বছর পার হয়ে গেছে। আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সংগ্রাম চলছে। বলিিয়ান নারীরা কখনোই আত্মশক্তিতে পিছিয়ে থাকতে পারে না। এ সময় তিনি নারী ও মেয়েদের সুরক্ষার আহ্বান জানান।

ওয়েবিনারে সিটিজেন ফর গুড গভর্নেন্স (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নারীদের প্রতি অবহেলা রয়েছে। কন্যার অবহেলা রক্তে মিশে যায়। আমরা সবাই নারী ও মেয়েদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করি। একে সফল করার জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে। ওয়েবিনারে অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *