মঙ্গলবার পর্যন্ত ২৮টি ফ্লাইটে ১১ হাজার ১২০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার (১৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজ ডেইলি বুলেটিনে এ তথ্য জানানো হয়। হজ ডেইলি বুলেটিনে বলা হয়, সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৭ হাজার ৭৩৭ জন রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দ্বারা পরিচালিত 16টি, সৌদি এয়ারলাইন্স দ্বারা 7টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স দ্বারা 5টি ফ্লাইট পরিচালিত হয়। চুক্তি অনুযায়ী সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার ৫৪৫ হজযাত্রী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯ জন হজযাত্রী বহন করবে।
বুলেটিনে আরও বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবের প্রথম থেকে সপ্তম ফ্লাইটের সব হজযাত্রী এখন মদিনায় অবস্থান করছেন। এছাড়া সরকারি ব্যবস্থাপনায় আগত অষ্টম ফ্লাইটের হজযাত্রীরা মঙ্গলবার সকালে মক্কা থেকে মদিনায় পৌঁছেছেন।
হজযাত্রীরা মদিনায় আট দিন অবস্থান করবেন এবং মসজিদে আল-নবাবিতে ৪০টি নামাজ আদায় করে মক্কায় ফিরে যাবেন। সৌদি আরবে এখন পর্যন্ত একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। ১১ জুন, চাঁপাই নবাবগঞ্জ জেলার জাহাঙ্গীর কবির পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবে হজ যাত্রীদের ফ্লাইট শুরু হয়েছে ৫ জুন। সৌদি আরবে শেষ ফ্লাইট ৩ জুলাই। ফিরতি ফ্লাইট ১৪ জুলাই হজের পর শুরু হবে এবং ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
আরও পড়ুনঃ চলতি মাসেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান জানালেন শিক্ষামন্ত্রী