বিনোদন-ডেস্ক:
শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন অনেক আগেই। আর এখন পুরোদস্তুর নায়িকা। অভিনেতা হিসেবে বাবা-মা অনেক আগেই নিজেদের নাম করে নিয়েছেন। মেয়েরাও সেই লাইনে প্রতিষ্ঠিত হয়েছে। শিশুশিল্পীরা চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। তুম আছো তুম নেই সিনেমার মাধ্যমে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। ‘চা’চ্চু’, ‘দাদি মা’, ‘পাঁচ তক্কর প্রেম’ সহ একের পর এক দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে ওঠেন নন্দিত। এসব সিনেমায় তিনি সহকর্মী হিসেবে পেয়েছেন দেশের বিভিন্ন নায়ক-নায়িকাকে। এবার তিনি কলকাতার নায়ক বনি সেনগুপ্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ‘মানব দানব’ ছবিটি নির্মাণ করবেন বজলুর রাশেদ চৌধুরী।
ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। জানা গেছে, আগামী অক্টোবরে এই সিনেমার শুটিং শুরু হবে। প্রথম পর্বের শুটিং হবে বাংলাদেশে। তবে দেশের বাইরে শুটিং হবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নতুন চলচ্চিত্র ‘মাটি’ প্রসঙ্গে প্রধান ফারদিন দীঘি গণমাধ্যমকে বলেন, ‘শাপলা মিডিয়ার চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ভালো অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। আশা করি আমাদের জুটি দর্শকদের ভালো লাগবে। পরিচালক বজলুর রাশেদ চৌধুরী বলেন, সিনেমাটির গল্প জেলেদের গ্রাম নিয়ে। যেখানে গ্ল্যামারের চেয়ে অভিনয় বেশি গুরুত্বপূর্ণ। তাই এখানে গ্ল্যামারাস নয়, মুখ্য ভূমিকায় দেখা যাবে দিঘী ও বনিকে। নির্মাতারা আশা করছেন চরিত্রের গভীরতা বুঝে নিজেদের সেরাটা দেবেন।
কিছুদিন আগে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হতে যাওয়া ‘মুজিব ভাই’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। বঙ্গবন্ধুর বায়োপিকেও দেখা যাবে তাকে। সম্প্রতি হিন্দি গানে মডেল হয়েছেন দীঘি। গানটির শিরোনাম ‘হোতো পে নাম তেরা’। বলিউডের প্রযোজনা সংস্থা টি-সিরিজের ইউটিউব চ্যানেলে হিন্দি ও বাংলা ভাষায় মিউজিক ‘ভিডিও’ প্রকাশ করা হবে।