ঢাকা: শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার জন্য সব ল্যাব প্রস্তুত থাকবে বিদেশি যাত্রীদের সেবা দেওয়ার জন্য। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিমানবন্দর পরিদর্শন শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী এ কথা বলেন। আর পরিকাঠামো তৈরির কাজ দ্রুত চলছে বলে জানিয়েছেন ল্যাবরেটরির কর্মকর্তারা। অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক যাত্রীর করোনা পরীক্ষার জন্য শাহজালাল বিমান বন্দরের এক নম্বর টার্মিনালের ভেতরে ৬টি ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।

কাজের অগ্রগতি দেখতে শুক্রবার বিকেলে বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, শুক্রবারের মধ্যে কারিগরি কাজ শেষ হলে শনিবার থেকে করোনা পরীক্ষার জন্য সব ল্যাব প্রস্তুত হয়ে যাবে। অনিয়ম রোধে দায়িত্ব নিয়ে কাজ করার কথাও বলেন তিনি। করোনা পরীক্ষার জন্য অনুমোদিত ৬টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাব বিমান বন্দরে কাজ করবে। প্রতিষ্ঠানগুলো হলো- স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড এবং ডি’এমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস।

স্টেমজ হেলথ কেয়ার (বি’ডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জানান, প্রতিষ্ঠানের ১২টি ল্যাবে ৩ ঘণ্টায় ১১৫০ জনের করোনা পরীক্ষা করা যাবে। যে কোনো উপায়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন বলে জানান তিনি। এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) মোবাইল ল্যাব বিএমএফআর-এ স্বল্প পরিসরের করোনা পরীক্ষার জন্য ৪৬ যাত্রীকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *