স্পোর্টস :-মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দল রোববার বেলা ১১টা ১৫ মিনিটে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ঢাকা থেকে উড়াল দেবে। প্রথম গন্তব্য মাসকাত। সেখানে পৌঁছলে দলটিকে একদিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের পর কোভিড নেগেটিভ হওয়ায় মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করতে পারবেন মাহমুদউল্লাহ। তিন দিনের অনুশীলনের পর ওমানে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।

একদিন কোয়ারেন্টাইনের পর একদিন অনুশীলন হবে। 12 ও 14 অক্টোবর আবুধাবিতে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ অক্টোবর ওমানে ফিরবে দলটি। এবার একদিনের অনুশীলনের পর শুরু হলো বিশ্বকাপের লড়াই। বাংলাদেশ প্রথম ম্যাচে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে, ২১ অক্টোবর পাপুয়া নিউ ‘গিনির বিপক্ষে খেলা। প্রথম রাউন্ড পেরিয়ে গেলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরাতে যাবে দলটি। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলছেন বাংলাদেশ বিশ্বকাপ দলের দুই সদস্য সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এছাড়া ছুটিতে থাকা কোচিং স্টাফের সদস্যরাও ঢাকা থেকে যাচ্ছেন না। ওমানে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তারা।

নির্বাচক কমিটি থেকে ওমান সফরে দলের সঙ্গী হাবিবুল বাশার। যদিও বিশ্বকাপ বায়ো-সিকিউরিটি রিংয়ে অনুষ্ঠিত হবে, রিংয়ে থাকা প্রত্যেকেরই পাঁচ দিন পর কোভিড-১৯ পরীক্ষা করা হবে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে বিশ্বকাপে যাচ্ছে দলটি। দলের আত্মবিশ্বাস বাড়াতে হবে। দল ছাড়ার আগের দিন নির্বাচক ও সাবেক স্পিনার আবদুর রাজ্জাক স্বপ্নের সীমা ছাড়িয়ে গেলেন একেবারে শীর্ষে। “সম্ভব সেরা দল যাচ্ছে। ভালো ফল আশা করছি। দলকে এমন অবস্থানে দেখতে চাই- এ কথা বলা ঠিক হবে না। ভালোর কোনো শেষ নেই। আমি চ্যাম্পিয়ন হলে খুশি হব। আমি নিশ্চিত, সবাই এতে খুশি হবে। আমি চাই বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *