শিক্ষামন্ত্রী বলেন, চলতি ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। দীপু মনি। রাতে এ বিষয়ে জাতীয় উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক রয়েছে বলে জানান তিনি। বুধবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। রাতে জাতীয় উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।
খুব শিগগিরই আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারব বলে আমরা মনে করি। নির্দিষ্ট তারিখ বলতে না পারলেও চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে আশা করছি। মন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে। দীপু মনি বলেন- কোভিড পরিস্থিতি বিবেচনা করে যতটা সম্ভব ক্লাস নেব।
করোনাভাইরাস পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারব, তত তাড়াতাড়ি আমাদের সমস্ত ক্লাস স্বাভাবিক হিসাবে আবার শুরু হবে। দীপু মনি বলেন, আগামী বছর থেকে দুটি শ্রেণিতে নতুন পাঠ্যক্রম চালু করা হবে। 2023 সাল থেকে, নতুন পাঠ্যক্রমে দুটি ক্লাস পরিচালনা করা হবে। তাছাড়া; 2025 সাল থেকে সম্পূর্ণ পাঠ্যক্রমটি বাস্তবায়িত হবে।
এই পাঠ্যক্রম বাস্তবায়িত হলে আমরা বিশ্বাস করি যে শিক্ষার গুণগত মান আমরা খুঁজছি তা বাস্তবায়িত হবে। মন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে, তাদের প্রযুক্তিবান্ধব হতে হবে- এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারে অভ্যস্ত হয়ে তারা দক্ষ ও যোগ্য হয়ে উঠতে পারে। শিক্ষার্থীরা সামাজিক মূল্যবোধ ও দেশপ্রেমে আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে। অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ হাই-মাচর ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন খান আলমগীর চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন, পৌর মেয়র- জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান- নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান- জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান- নূর হোসেন প্রমুখ। , চাঁদপুর প্রেসক্লাব। সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াদ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় গত ২১ জানুয়ারি সব স্কুল-কলেজ দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। পরে তা আরও দুই সপ্তাহ বাড়ানো হয় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুনঃ এস এস সি পরীক্ষার রুটিন প্রকাশ