নাগা চৈতন্য ও সামান্থার বিবাহবিচ্ছেদ

বিনোদন:- গুজব সত্য হয়েছে। ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা আক্কিনেনি এবং নাগা চৈতন্যের বিচ্ছেদ ঘটে। শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে এই দম্পতি তাদের বিচ্ছেদের খবর ঘোষণা করেন। চার বছরের বিবাহিত জীবনের পর এই দম্পতি ‘নিজের পথে চলতে’ চান। একটি ইনস্টাগ্রাম পোস্টে, নাগার্জুন-পুত্র চৈতন্য লিখেছেন, “অনেক আলোচনা এবং চিন্তার পর, স্যাম (সামান্থা) এবং আমি আলাদা হওয়ার […]